19th April(part -1 Bengali)

19th April (special day or awkful day)
 
                    
রা'তখন বারোটা ছুঁইছুঁই,
"মন আর মস্তিষ্কের"সংঘর্ষ চলে চলেছে অবিরত.... কার সাথে সাথ মিলাবো আমি?

 'সারাবছর যে দিনটার অপেক্ষায় বসে ছিলাম, 
             সারাবছর যে মুহুর্তের জন্য অপেক্ষা করছিলাম, সেই মুহূর্ত এসছে আমাকে হাতছানি দিয়ে  ডাকছে ' কিন্তু এ কী?  অনুরাগ,বেদনাকে সাথে নিয়েছে এসছে....... ভাবতে ভাবতে ঘড়ির কাঁটা পৌঁছালো ঠিক বারোটা য় । 
সব সময় মত আমার মনের এই জয় হলো এই সংঘর্ষে। মন বললো একটা এসএমএস একটা পোস্ট একটা ভয়েস এসএমএস করায় যেতে পারে ; কি বলো? চটপট করে দেরি না করে লিখে ফেললাম শুভেচ্ছা পত্র কিন্তু কিভাবে পাঠাব? সবখান থেকে তো ব্লক আমি শুধুমাত্র 'ইনস্টা' ছাড়া। তো কি হয়েছে! শুভেচ্ছা জানানোই  যেতে পারে .... আমারও ন্যাকামি আমি শুভেচ্ছা তো জানালাম কিন্তু 'ইনস্টা'ছাড়া বাকি সব কিছুতেই।
               " আচ্ছা অপরপ্রান্তে মানুষটা কি আমার শুভেচ্ছার জন্য  অপেক্ষা করছে সে কি ভাবছে আমার কথা? তার কি আদৌ কিছু যায় আসবে আমি শুভেচ্ছা না জানালে? সে কি এবার বুঝবে-- কাছের মানুষগুলো শুভেচ্ছা না জানালে, কাছের মানুষগুলো ভালোবাসা না দেখালে য,না নিলে একটু তো যায় আসে? নাকি এবারও সে নিজেকে গুলিয়ে ফেলবে অজানার ভিড়ে সবকিছু এলোমেলো করে দেবে আবারো?" এগুলো সব আমারই ভাবনা... ভাবতে ভাবতে সকাল হলো সূর্যের আলো উদয় হলো।
এবার আমার মন আমার এক নতুন বায়না ধরল; বলল
 এখন এখানে আছো, এখন সাথে আছো, এই মুহুর্তটা চলে গেলে আর কি ফেরত পাবে?না ফেরত আসবে🤔
মন🥰 তো আমার কথাটা ঠিকই বলেছে । কথাটা মেনে নেওয়া যেতেই পারে তাই আমি রাজি হয়ে গেলাম।  
এদিকে মস্তিষ্ক আমার বলে উঠলো;শোনো যাচ্ছ যাও কিন্তু আমাকে সাথে নিতে যেন ভুলনা মন বেচারী দুর্বল তোমার । আমি মৃদু হাসলাম আর দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম 'জানা পথে অজানার উদ্দেশ্যে'। সাথে করে নিয়ে গেলাম হাসি, বুকভরা ভালোবাসা কেক,মোমবাতি, চকলেট। কেনই বা নেব না? আজ সেই 'প্রিয় মানুষটার' জন্মদিন যে।
প্রায় পৌঁছে গেলাম ....পৌঁছে গেলাম এখন কি করি, কোন পথে খোলা নেই এদিকে আমি ব্লক সবখান থেকে কললিস্ট ও বাদ দেইনি সে।  অবশেষে ট্যাক্সি ড্রাইভার থেকে ফোনটা নিয়ে কল লাগালাম তার ফোনে।

রিং.....রিং....... রিং......... রিং......
হ্যালো!!!!!! কে? 
আমি বললাম আমি 'জোয়া'...
সাথে আরো বললাম আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি এসো। সেই সব সময়ের মত শান্তভাবে বলল আমি ডিউটিতে । আমি বললাম ওকে আমি তোমার জন্য অপেক্ষা করবো ডিউটি শেষে এসো । বলে ফোনটা রাখলাম।
এদিকে নিজেকে শান্ত করতে লাগলাম ,নিজেকে গোছাতে ব্যস্ত হয়ে গেলাম।
          ' কতদিন দেখিনি তার মুখ ;কতদিন দেখিনি তার হাসি; তার বদমাইশি; তার বদরাগী স্বভাব; তার গো! গো!; তার মাথামোটাগীরী 'এতক্ষণে সে এল।
এসেই সে বলল তাড়াতাড়ি করো তোমার সব নাটক তাড়াতাড়ি শেষ করো আমার কাজ আছে। তিক্ততায় ভরা তার কথাগুলো। বরাবরই মানুষটা একটু রুক্ষ একটু বদমেজাজী মানে অনেকটাই আর কি !

আমার মনের ভেতরে লুকিয়ে থাকা প্রশ্নটা করেই ফেললাম; কিগো! কি ভেবেছিলে শুভেচ্ছা জানাবো না তোমাকে? সে মাথা নিচু করে নরম গলায় বলল 'হ্যাঁ'। "ভেবেছিলাম তুমি আমাকে আমার মতনই করবে'যেমন আমি করেছিলাম তোমার সাথে শুভেচ্ছাও জানায়নি তোমাকে সেদিন' ।"
কোথায় আছে না;যে যেমন সে তেমনভাবে দেখেই বোঝা যায়------ইস্ ইসস্!!!!!!!
আমি বললাম 'আজকে এই মুহুর্তটাকে উপভোগ করতে চাই আমি, এই মুহুর্তটা চলে গেলে আর ফিরবে না! কে জানে পরের দিনগুলো কোথায় কিভাবে থাকবো, তখন যেন বলতে না হয় ; ইস্!! আগের বছর সাথে থেকেও আনন্দে মুহূর্তটাকে উপভোগ করতে পারিনি।'
তাই দেরি না করেই চলে এলাম ☺️
To be continue....
Enjoy Ur today' don't postbond fr tommrow
Don't think too much'






_@nu_


Comments

Post a Comment

Popular posts from this blog

part of life

Imagination

19th April (part-2)