19th April (part-2 Bengali)
19th april special dAy or awkful dAy
শুভ জন্মদিন ,শুভ জন্মদিন!!!!!!!!!
অনেক শুভেচ্ছা রইল। অনেকটা সময় পার হয়ে গেল ,বুঝতেই পারলাম না কোথা দিয়ে। প্রায় পাঁচ টা আমি তাকে আরেকটু, থাকার অনুরোধ করছি বললাম------ একটু হেঁটে চলি তারপর তুমি চলে যেও নয়।
এক পা.... দু প করে.... এগিয়ে চললাম..... যদিও গন্তব্য একই ছিল কিন্তু লক্ষ্য ভিন্ন ভাবনাগুলো ভিন্ন। আমি আর আমার বকরবকর ;সে সে আর তার নীরবতা ,আমাদের সাথে।
এবার সে কঠোরভাবে বলে উঠল যাও, তো যাও আমার মাথা খেয়োনা। আজও সে একই রকম--
"বদমেজাজি, নিষ্ঠুর (আমার উপরে)কিন্তু চেহারা দেখে মনে হবে তার থেকে শান্ত, ঠাণ্ডামাথার ছেলে আর কেউ হয়না। আচ্ছা,
"মানুষ কি শুধু শান্ত দেখতে হলেই হয়? নাকি
তার স্বভাবটা শান্ত রাখতে হয়?"।
তার কথাগুলো আমার বুকে যেন তীরের মত বিঁধতে লাগলো তবুও তাকে মুখ ফুটে কিছু বললাম না ,জিজ্ঞাসা করলাম না; এত তিক্ততায় ভরা কেন তোমার কথা?যদিও আমি জানতাম--
"সে ভাবে এক,সে বলে আরেক,করে আরেক"।
আমি বাপু, মজার -হাসিখুশি আর শান্ত স্বভাবের সাথে অসীম ধৈর্য্য ক্ষমতা সম্পন্ন একটি মেয়ে। তাই কৌতুক সহকারে নিজের ইচ্ছাগুলো বলি-- "শান্ত চেহারা রক্তবর্ণ ধারণ করল, তার ভেতরে যেন অবিরত যুদ্ধ চলে চলেছে"।
এবার সে বলল চলো এগুনো যাক একসাথে সামনের দিকে। কিন্তু এমনটা হবে স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমি----!!!!!!!!!
"হঠাৎ মনে হল, গভীর খাদের উপর থেকে পাথর মতো ছুড়ে ফেলে দিল কেউ আমায় ।চূর্ণ-বিচূর্ণ হয়ে গেলাম মাটিতে পড়ে ।ক্ষণিকের জন্য চোখে অন্ধকার দেখতে পেলাম'।' মাথাটা যেন প্রচন্ড ঘুরছে, শরীর ক্ষত-বিক্ষত, রক্তাক্ত' আমার"।মানুষেরা কানাঘুষো করতে লাগলো ; অদ্ভুতভাবে দেখতে লাগলো আমায়। তাদের মধ্য থেকে কেউ একজন জল এগিয়ে দিল আমাকে।
মোবাইলের সামনের ক্যামেরা খুলতে দেখলাম'-'এক বীভৎস ভয়ানক রক্তাক্ত চেহারা'!!!! একি!!!!!!!!!!!😭
আমি তখন 'প্রিয় মানুষটাকে' খুঁজতে লাগলাম
সে কই ?কোথায় সে?
মনে পরল--"একটু আগেই সে আমার সাথে ছিল, সে আমাকে বলছিল--'তুই যদি ছেলে হতিস তোকে মেরে এখানেই কবর দিয়ে দিতাম'এটা শুনে পিছন ফিরতেই আমি বজ্রপাতের মত পড়ে গিয়েছিলাম।"আরেকবার তাকে কল লাগালাম এইবারও কল তুললো না ;কি করে তুলত সে 'আমি তো তখনও ব্লক তার কললিস্টে'। আচ্ছা
'সে কি জানে আমার কথা?'
'সে কি জানে কি হয়েছে আমার সাথে?'
"অর্ধ মৃত লাশ তখন আমি;
তাকেই খুঁজে চলেছি অবিরত"।
"এটা কি একটা 'দুর্ঘটনা'?"
নাকি
'বদরাগী বদমেজাজী' স্বভাবের পরিচয়?"
'Special dAy or awkful dAy' wt u thinking..?
In my thinking........
To be continue.....
'SmilE'
'handel with care'
"Calmness is more important than calm looks" remember 😊
_@nu_
Comments
Post a Comment